‘নিথুয়া পাথারে’ খ্যাত বাবু আবারও প্লে-ব্যাকে
লিহান লিমা :
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবিটিতে তিনি দুইটি গানে কণ্ঠ দেন। এরমধ্যে ‘নিথুয়া পাথারে’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
অনেকদিন পর আবারও চলচ্চিত্রে প্লে-ব্যাক করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। মিজানুর রহমান লাবু পরিচালিত ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবির একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বাবু। ছবিটিতে নুরু মিয়া চরিত্রে অভিনয়ও করছেন তিনি।
এ সম্পর্কে পরিচালক লাবু বলেন, ‘তিনটি গানের মধ্যে এরইমধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। একটি গানে কণ্ঠ দেবেন ফজলুর রহমান বাবু। চার-পাঁচ দিনের মধ্যে গানটি রেকর্ড করবো’।
‘আমি একটি কলের পুতুল চাবি দিলে ঘুরি’ শিরোনামে লাবুর কথায় কণ্ঠ দিবেন বাবু। সঙ্গীতায়োজন করবেন নাজির মাহমুদ।
ছবিটিতে ৬৫ বছর বয়সী নুরু ফকিরের চরিত্রে অভিনয় করছেন বাবু। তার বিপরীতে বিউটির চরিত্রে অভিনয় করছেন নবাগত ক্যামেলিয়া রাঙ্গা