নিরাপত্তা হুমকিতে দেশ ছাড়লেন গণজাগরণ কর্মী শাম্মী

নিরাপত্তা হুমকিতে দেশ ছাড়লেন গণজাগরণ কর্মী শাম্মী

একের পর এক ব্লগার হত্যা এবং এ বিষয়ে সরকারের অনীহার প্রতিবাদ করে আসছি। আর মৌলবাদীরা তো সেই কবে থেকেই চিহ্নিত করে রেখেছে। গত কয়েক মাস ধরে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে এখন মোবাইল এবং ফেসবুক ব্যবহার করতেও অজানা শঙ্কা কাজ করছে। তবে আমি দেশ ছাড়তে চাই না’। এমনটাই বলেছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক। কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো তাকে।ক্রমাগত হুমকি আর অজানা আতঙ্ক নিয়ে প্রতিবাদ মুখর শাম্মী হক জার্মানীতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। নিজের ফেসবুকে লিখেছেন , “ধন্যবাদ আমার সকল বন্ধু ও শত্রুদের। ধন্যবাদ যারা বিপদের দিনে পাশে ছিলো, ধন্যবাদ সে সকল বন্ধুদেরও যারা আমার সংকটময় মুহুর্তে তাদের হাত গুটিয়ে নিয়েছিলো। ধন্যবাদ বাংলাদেশের পুলিশ প্রশাসনককে যারা গত দু মাস ধরে আমাকে নিরাপত্তা দিয়েছিলো। প্রবাস জীবনকেই বেছে নিতে হয়েছে। এর বিকল্প আর কিছু ছিল না।”download (32)গত ২৭ আগষ্ট ধানমন্ডি এলাকায় দুই যুবক তাকে অনুসরণ করলে তিনি মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় থেকেই গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মসূচিতে রাজপথে দেখা গেছে শাম্মী হককে। ব্লগে লেখালেখির চেয়ে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের হয়ে রাজপথে সরব থাকা, মৌলবাদ এবং ব্লগার হত্যার প্রতিবাদে সোচ্চার থাকাতেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক।
dddddwww_102001

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.