নিশীতার স্বপ্ন পূরণ
২০০৬ সাল থেকে চলচ্চিত্রে আইটেম সং করার স্বপ্ন দেখে আসছেন কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। অবশেষে ১০ বছর পর এসে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর তাই নিশীতা এই মুহূর্তে বেশ উচ্ছ্বসিত। নতুন চলচ্চিত্র পলকে পলকেতে নিশীতা বড়ুয়া আতিক ডালিমের কথা, সুর সঙ্গীতে ‘ডিসকোবাজ’ আইটেম সংয়ে কণ্ঠ দিয়েছেন। গেল সপ্তাহে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান নিশীতা। প্রথমবারের মতো আইটেম গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নিশীতা বলেন, আমার শখ ছিল, আমার স্বপ্ন ছিল চলচ্চিত্রে আইটেম গান করার। কারণ আমার কেন জানি বারবার মনে হয় আমার কণ্ঠটা আইটেম গানে বেশি মানাবে; কিন্তু কখনো সেই সুযোগ আসেনি আমার। এবার আতিক ডালিম ভাই আমাকে সেই সুযোগ দিয়ে আমার শখ পূরণে সহযোগিতা করেছেন। গানের কথা, সুর সব এত সুন্দর হয়েছে যে, গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি মুগ্ধ। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। নিশীতা বড়ুয়ার এখন পর্যন্ত দুু’টি একক অ্যালবাম বাজারে আছে। একটি ২০০৬ সালে প্রকাশিত ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ও অন্যটি ২০০৭ সালে বাজারে আসা ‘আমায় নিয়ে চলো’। এর পর থেকে বিভিন্ন সময়ে নতুন অ্যালবাম করার পরিকল্পনা করলেও এখনো তার তৃতীয় নতুন একক অ্যালবাম বাজারে আসেনি। তবে নতুন পাঁচ-ছয়টি গান তিনি এরই মধ্যে শেষও করেছেন; কিন্তু শেষ পর্যন্ত নিশীতা সিদ্ধান্ত নিতে পারছেন না কী করবেন। তবে তিনি এটিও বলছেন যে, নতুন গানগুলোর মধ্যে সবচেয়ে ভালো তিনটি গান নিয়ে একটি অ্যালবাম তিনি শ্রোতাদের উপহার হিসেবে দিতে পারেন। শিগগিরই তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। অ্যালবামের জন্য অন্য গীতিকার এবং সুরকারের পাশাপাশি নিশীতা নিজেও গান লিখেছেন এবং সুর করেছেন। খুব কাছের যারা গানগুলো শুনেছেন তারা নিশীতার নতুন গানগুলো নিয়ে আশাবাদী।