নিহত পাইলট প্রিথুলার শেষ স্ট্যাটাস ‘খোদা হাফেজ’
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউএস বাংলার প্রথম নারী পাইলট প্রিথুলা রশিদ নিহত হয়েছেন।তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
ফেসবুকের শেষ স্ট্যাটাসে প্রিথুলা লিখেছিলেন, ‘খোদা হাফেজ’। ইথিওপিয়া বিমানবন্দরে গত ১৮ জানুয়ারি দেয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস লেখেননি।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এ স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি। এরপর তিনি শুধু (গত ৩ ফেব্রুয়ারি) তিনি তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।
ফেসবুকে শোকের ছায়া: এদিকে তার মৃত্যুতে ফেসবুকের তার বন্ধুরা গভীর সমবেদনা জানিয়েছেন। তার এক বন্ধু লিখেছেন, ‘ওপারে ভালো থাকুক আপু। একজন লিখেছেন, আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানোর সংবাদ বড় বেদনার।’
ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন। বিমানের থাকা ৭৮ যাত্রী ও ক্রুর মধ্যে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের সূত্র দিয়ে বিবিসির প্রতিবেদনের জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৮ যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানটি। যুগান্তর
যাত্রীদের পূর্ণ তালিকা, নেপালে দুর্ঘটনা কবলিত বাংলাদেশের ইউএস-বাংলা বিমানের
ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই উড়োজাহাজে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, চারজন বিমান চালক ও কর্মী । তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৮ জন নারী এবং দুইজন শিশু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশের, ৩৩ জন নেপালের এবং একজন করে মালদ্বীপ ও চীনের নাগরিক।
যাত্রীদের তালিকা
1. উম্মে সালমা
2. মো. রফিকুজ্জামান
3. মো. নুরুজ্জামান
4. মো. অনিরুদ্ধ জামান
5. সৈয়্যদা কামরুন্নাহার স্বর্ণা
6. শেখ রাশেদ রুবায়েত
7. তাহিরা তানভীন শসী রেজা
8. পিয়াস রায়
9. ইমরানা কবির হাসি
10. কবির হোসেন
11. সানজিদা হক
12. হাসান ইমাম
13. রায়েনা আব্দুল্লাহ
14. মোহাম্মদ নজরুল ইসলাম
15. মিনহাজ বিন নাসির
16. এসএম মাহমুদুর রহমান
17. মো. মতিউর রহমান
18. মেহেদী হাসান
19. রকিবুল হাসান
20. নাজিয়া আফরিন চৌধুরী
21. শাহীন বেপারী
22. আক্তারা বেগম
23. নুরুন্নাহার বানু
24. বিলকিস আরা
25. আলমিন নাহার এ্যানি আলিফুজ্জামান
26. ইয়াকুব আলী
27. শাহরিন আহমেদ
28. ফয়সাল আহমেদ
29. আলিফুজ্জামান
30. রিজওয়ানুল হক
31. আশনা সানিয়া
32. সানাম সানিয়া
33. কৃষ্ণ কুমার শাহানী
34. আঞ্জিলা শ্রেষ্ঠা
35. সারুনা শ্রেষ্ঠা
36. হরি প্রসাদ সুবেদী
37. দয়ারাম কর্মকার
38. বাল কৃষ্ণ থাপা
39. শ্বেতা থাপা
40. কিশোর ত্রিপাতি
41. অবদেশ কুমার যাদব
42. দিনেশ হিমাগায়েন
43. শ্রেয়া ঝা
44. পূর্ণিমা লোহানী
45. মিলি মেহেরজান
46. নেগা মেহেরজান
47. সঞ্চয় মেহেরজান
48. জেন মিং
49. আখি মনি
50. পেশব পান্ডে
51. প্রসন্ন পান্ডে
52. বিনোদ রাজ পদুয়াল
53. হরি শংকর পদুয়াল
54. সঞ্চয় পদুয়াল
55. আশিষ রঞ্জিত
56. তাহাররা প্রিয়ন্বয়ী
57. এফএইচ প্রিয়ক
58. সাজানা দেবকোটা
59. বসন্ত বহরা
60. রবীন্দ্র বহরা
61. মিসেস গিয়ানি গুরুং
62. মিসেস প্রিন্সি ধাম
63. প্রবীণ চিত্রকর
64. সামিরা বায়ানজানকার
65. চারু বড়াল
66. আলগিনা বড়াল
67. শিলা বাজগাইন