নেইমারের সমালোচনায় ব্রাজিলিয়ান গণমাধ্যম

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর দলের সেরা তারকা নেইমারের সমালোচনায় মুখর এখন ব্রাজিলিয়ান গণমাধ্যম। এ ম্যাচে নেইমারের পারফরম্যান্সকে সম্পূর্ণ বিপর্যয় বলে আখ্যায়িত করেছে তারা। ইএসপিএনের ব্রাজিলের প্রতিনিধি আরনাল্ডো রিবেইরো বলেন, সুইসদের বিপক্ষে নেইমারের পারফরম্যান্স ছিল সম্পূর্ণ বিপর্যয়ের। সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তাকে বদলি খেলানো উচিত ছিল। ব্রাজিল দলগতভাবে খুবই শক্তিশালী।
কিন্তু এ ম্যাচে নেইমার একাই দলকে জেতাতে চেয়েছে এবং ব্যর্থ হয়েছে। আমি মনে করি তার চেয়ে ডগলাস কস্তা আরো ভালো খেলবে। আমি এখনো বুঝতেছি না কেন কস্তাকে খেলোনো হয়নি। সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার জি ইলিয়াসও নেইমারের কঠোর সমালোচনা করে বলেন, এ ম্যাচে নেইমার অনেকটাই স্বার্থপরতার পরিচয় দিয়েছে। সব সময় নিজের পায়ে বল রাখতে চেয়েছে। আর এ কারণেই সে অনেক বাজে ট্যাকলের শিকার হয়েছে। আমার মনে হয়েছে নেইমার এ ম্যাচে তার দলের জন্য খেলতে ভুলেই গিয়েছিল। ফক্স স্পোর্টসের ব্রাজিল প্রতিনিধি ওনভালদো পাসকোল বলেন, আজকের ম্যাচে (রোববার) নেইমারের খেলার ধরন দেখে আমি অনেক হতাশ হয়েছি। তবে আমার কাছে অনেকটাই আশ্চর্য লেগেছে যে, তিতে (ব্রাজিল কোচ) এক মিনিটের জন্যও কস্তাকে সুযোগ দেয়নি। গত ফেব্রুয়ারিতে ফরাসি লীগ ওয়ানে নিজ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র হয়ে খেলার সময় পায়ে চোট পান নেইমার। চোট কাটিয়ে গত দু’সপ্তাহ আগে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে গোল করেন এ ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.