নেপালের রাষ্ট্রপতি হলেন বিদ্যা ভান্ডারি

নেপালের রাষ্ট্রপতি হলেন বিদ্যা ভান্ডারি

নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফাইড মাক্সিস্ট লেনিনিস্ট দলের ভাইস চেয়ারম্যান বিদ্যা ভান্ডারি।
পার্লামেন্টে বুধবার অনুষ্ঠিত ভোটে তিনি ৩২৭ ভোট পেয়ে নেপালি কংগ্রেসের প্রার্থী কুল বাহাদুর গুরুংকে পরাজিত করেন। কুল পেয়েছেন ২১৪ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল ১১৩।
৫৩ বছর বয়স্কা বিদ্যা জনপ্রিয় কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির বিধবা স্ত্রী।
ভোটাভুটিতে ৫৯৭ জন সদস্যের মধ্যে ৫৪৯ জন অংশ নেন। নতুন সংবিধানের বিরুদ্ধে আন্দোলনরত মদেশী দলগুলো এতে অংশ নেননি।
রামবরণ যাদবের স্থলাভিষিক্ত হচ্ছেন বিদ্যা ভান্ডারি। বিদ্যা ছাত্রী থাকা অবস্থা থেকেই কমিউনিস্ট আন্দোলনে জড়িত। তিনি সম্প্রতি নির্বাচিত প্রধানমন্ত্রী সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান খড়গ প্রসাদ ওলির ঘনিষ্ঠ সহযোগী। প্রধানমন্ত্রীই রাষ্ট্রপতি পদে বিদ্যার নাম প্রস্তাব করেন।
ওলির মতো বিদ্যাও ভারতীয় বংশোদ্ভূত মদেশীদের বিশেষ অধিকার প্রদানের বিরুদ্ধে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.