পঞ্চপাণ্ডব এর পাঁচকাহন-
বইমেলায় এসেছে ” পঞ্চপাণ্ডব-পাঁচ ”
পঞ্চপাণ্ডব এর পাঁচকাহন-
“পঞ্চপাণ্ডব” নামে পাঁচ ছড়াকারের যৌথ অভিযাত্রা শুরু হয়েছিল 2012 সালের বইমেলায়।পাঠকের হাতে আসে পঞ্চপাণ্ড-এক। এরই ধারাবাহিকতায় 2016 সালের বইমেলায় এসেছে পঞ্চপাণ্ডব-পাঁচ। প্রথম দুই খন্ডের প্রকাশক আদিগন্তের মোস্তাক রায়হান।পরের দুই খন্ড প্রকাশ করে বর্ণায়নের কে এম লিয়াকত।পঞ্চম খন্ডের প্রকাশক ভাষাপ্রকাশের মিজান রহমান।পাঁচ খন্ডের প্রচ্ছদশিল্পীও বদলেছে।প্রথম থেকে পঞ্চম খন্ড পর্যন্ত প্রচ্ছদ করেছেন-ধ্রুব এষ,দেওয়ান আতিকুর রহমান,বিপ্লব চক্রবর্তী,মোস্তাফিজ কারিগর ও উত্তম সেন।পাঁচ খন্ডের ই নামলিপি করেছেন টোকন ঠাকুর।এক থেকে পাঁচ পর্যন্ত পঞ্চপাণ্ডব এর ভূমিকা লিখে দিয়েছন-আসাদ চৌধুরী,আবদুল গাফফার চৌধুরী,তোয়াব খান,সামসুজ্জান খান ও মুহম্মদ নূরুল হুদা।পাঁচ খন্ড উৎসর্গ করা হয়েছে- আখতার হুসেন,সুকুমার বড়ুয়া,মাহমুদউল্লাহ্, রফিকুল হক দাদুভাই ও লুৎফর রহমান রিটনকে।
এই পাঁচটি প্রকাশনার সঙ্গে যারা যুক্ত থেকেছেন তারা সবাই পঞ্চপাণ্ডব এর সহযাত্রী।পঞ্চপাণ্ডব এতটা পথ পাড়ি দিয়েছে পাঠকের ভালোবাসায়।সবার কাছেই পঞ্চপাণ্ডব কৃতজ্ঞ।ছড়াসাহিত্যকে নাড়িয়ে দেওয়ার কিংবা চমক লাগিয়ে দেওয়ার চেষ্টা পঞ্চপাণ্ডব এর ছিল না।উদ্দেশ্য ছিল ছড়ার ভিতর পাঠককে ছুঁয়ে যাওয়া। ছড়ার বিষয় ছন্দ ও পরিবেশনায় বৈচিত্র্য আনতে চেষ্টা করেছে পঞ্চপাণ্ডব।কতটা সফল হয়েছে সে চেষ্টায় পঞ্চপাণ্ডব সে বিচারের ভার আজকের ও ভবিষ্যতের পাঠকের হাতে।নির্দ্বধায় এটুকু বলা যায়, পাঁচটি বছর হাত ধরাধরি করে হেঁটেছেন-আহসান মালেক, নাসের মাহমুদ,বিলু কবীর,শফিক ইমতিয়াজ ও আলী হাবিব।ছড়াকে আশ্রয় করে এতটা পথ পাড়ি দেওয়া,এটাও কী কম অর্জন।
নাসের মাহমুদ।