‘পরী নাম বুঝি সিনেমাতেই হয়’
রুবেল পারভেজ |
বেশ খোঁজাখুঁজির পর অবশেষে নায়িকা খুঁজে পেয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’-এর বহুপ্রত্যাশিত এ নায়িকাই হলেন পরীমনি। নানা আলোচনার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত এ অভিনেত্রী এরই মধ্যে রেকর্ডও গড়েছেন। গত বছর মুক্তির তালিকায় তার অভিনীত ছবিই সবচেয়ে বেশি ছিল। চলচ্চিত্রে নিজেকে এগিয়ে নিতে থাকা এ অভিনেত্রীর সঙ্গেই আজ টকিজের কথা—
‘স্বপ্নজাল’-এর প্রস্তুতি কেমন চলছে?
প্রায় চার মাস ধরে গ্রুমিং করেছি, অডিশন দিয়েছি। সংলাপ বলা থেকে নানা পরীক্ষা দিয়েছি। আমার কাছে তখন মনে হতো, পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি। আর বের হলে ভাবতাম পরীক্ষা দিয়ে বের হচ্ছি; যে কারণে প্রস্তুতিটা আগে থেকে শুরু হয়ে গেছে। এখন শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা।
এ ছবিতে আপনি যা—
আমার চরিত্রের নাম শুভ্রা। তবে এখানে আমি কীভাবে হাজির হচ্ছি, তা এক্ষুনি বলা যাবে না, নিষেধ আছে। সবচেয়ে মজার ব্যাপার, গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবির নায়কের নাম ছিল সোনাই আর নায়িকার নাম পরী। আর স্বপ্নজালে বাস্তবেই আমি পরী আর নায়কের নাম সোনাই।
‘মনপুরা’ ছবিটি কি দেখেছেন?
শুধু দেখেছি বললে ভুল হবে, নয়বার ‘মনপুরা’ দেখেছি। ছবিটি দেখার সময় আমি ছোট ছিলাম। মনে পড়ে, নিজের নামটি (পরী) বারবার শোনার পর ভেবেছিলাম, পরী নাম বুঝি সিনেমাতেই হয়! তখন কল্পনাও করিনি, নায়িকা হব। আর এখন ভাবছি, নায়িকার বাইরে যদি পরী নাম থাকে, তাহলে সেটা আমিই।
সফল হওয়ার কী কী উপাদান ‘স্বপ্নজাল’-এ আছে বলে আপনার মনে হয়?
প্রথম কথা, ছবিটির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এ দেশের দর্শকের ছবি দেখার দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। তাদের প্রত্যাশা পূরণের ক্ষমতা তার আছে। এছাড়া এ ছবির গল্পেও মৌলিকতা আছে। সব মিলিয়ে গল্প ও নির্মাতার দক্ষতা দুটোরই সম্মিলন ঘটবে ছবিটিতে।
কবে নাগাদ শুটিং শুরু হবে?
এ মাসের ১৫ তারিখে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যা সামনে আসায় শুরু করা সম্ভব হয়নি। আশা করি, ফেব্রুয়ারির শুরুতেই স্বপ্নজালের শুটিং শুরু হবে।
২০১৫ সালে আপনার অভিনীত ছবিই সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে। অভিষেকের বছরই এমন সাফল্য, কেমন লাগছে?
গত বছর যে আমার ছবিই সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে, বিষয়টি মাথায়ই ছিল না। সবাই বলার পর অনুভব করলাম, ‘ও আচ্ছা, তাই নাকি? তবে ক্যারিয়ারের শুরুতেই এমন সাফল্য অনেক বড় একটি অর্জন। দর্শক আমাকে এত ভালোভাবে গ্রহণ করবে চিন্তা করিনি।
এ রেকর্ড ধরে রাখতে যা যা ভাবছেন—
প্রথম বছরটিকে শিক্ষানবিশকাল হিসেবেই নিয়েছি। কোন সময়ে কোন অভিব্যক্তি দিতে হবে, কীভাবে অভিনয় করে দর্শকের আগ্রহ ধরে রাখতে হবে, এমন নানা খুঁটিনাটি বিষয় আয়ত্তে আনার চেষ্টা করেছি। সত্যি বলতে কি, প্রথম দিকে তেমন কিছুই বুঝতাম না। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। তখন আমি ভুল পথে প্ররোচিত হয়েছি। এখন থেকে আর ওই অবস্থায় আমাকে দেখা যাবে না, বেছে বেছে কাজ করব।
নতুন বছরে নতুন কাজ, নতুন ভাবনা?
জানুয়ারির ৩ তারিখেই নির্মাতা ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবির শুটিং শুরু করেছি। এছাড়া ফেব্রুয়ারিতে তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির শুটিং শুরু হবে। এ বছরও পরীমনিকে সবার উপরে দেখতে চাই। ভালো কাজ করে নিজের জায়গাটিকে আরো স্থায়ী করতে চাই। বণিক বার্তা। সূত্র: বণিক বার্তা।