পর জনমে
পর জনমে
ইফতেখার মারুফ
ইচ্ছেগুলো দিচ্ছে দোলা মনের ভেতর কেমন করে?
তেমন করে
যেমন করে
তারার হারায় আকাশ পানে,
বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তো আনে।
ইচ্ছেগুলো দিচ্ছে দোলা মনের ভেতর কেমন করে?
তেমন করে
যেমন করে রংধনু তার সাতটি রঙের বাহার ছড়ায়,
পাহাড়ি মেয়ে চপল পায়ে ছুটে চলে পাহাড় চূড়ায়।
ইচ্ছেগুলো দিচ্ছে দোলা মনের ভেতর কেমন করে?
তেমন করে
যেমন করে
ঘাসের ডগায় বিন্দু শিশির
ঝলমলিয়ে হাসে।
যেমন করে মেঘপুঞ্জ আকাশ জুড়ে ভাসে।
ইচ্ছেগুলো দিচ্ছে দোলা মনের ভেতর কেমন করে?
তেমন করে
যেমন করে
তোমার আমার মিলন হবে
এই জনমে না হলেও
পর জনমে
পর জনমে
পর জনমে।