পাঁচ ঘর নেমে গেল বাংলাদেশ
২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, তালিকায় অন্তর্ভুক্ত ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১১৫, গতবছর যা ছিল ১১০৷ সার্ক দেশগুলির মধ্যে পাকিস্তানের স্থান হলো ৭৫, ভুটান রয়েছে ৯৭তম স্থানে, ১০১-এ নেপাল৷ তালিকায় বাংলাদেশের চেয়ে ‘অসুখী’ সার্ক দেশগুলি হলো শ্রীলঙ্কা (১১৬) ও ভারত (১৩৩)৷ ওদিকে রোহিঙ্গা সমস্যাপীড়িত মিয়ানমারের স্থান ১৩০-এ৷
২০১৮ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড; তারপরেই আসছে নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইজারল্যান্ড৷ বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলি হলো বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান, তানজানিয়া ও ইয়েমেন – এমনকি রুয়ান্ডা ও সিরিয়ার মানুষরাও নাকি তাদের চেয়ে বেশি সুখী!
ভারতের দৈন্যদশা
বিশ্বের সুখী বা অসুখী দেশগুলির তালিকায় ভারত এক বছরের মধ্যে ১২২ থেকে ১৩৩তম অবস্থানে নেমে গেছে৷ ২০১৬ সালে ভারতের অবস্থান ছিল ১১৮ – কাজেই ভারতের মানুষ ক্রমেই আরো ‘অসুখী’ হচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে৷ এবারকার রিপোর্ট থেকে সেই অসন্তোষ বাড়বে বৈ কমবে না, কেননা, পাকিস্তান ২০১৭-র তুলনায় আরো পাঁচ ধাপ উন্নতি করে ৭৫-এ পৌঁছেছে; ওদিকে চীন রয়েছে ৮৬তম স্থানে৷
Source:dw.com