পাকিস্তানি পুরুষরা অনেক বেশি কাঙ্ক্ষিত নারীদের কাছে
পাকিস্তানি পুরুষরা অনেক বেশি কাঙ্ক্ষিত নারীদের কাছে
Miss Travel নামে এই পর্যটন সংস্থার সম্প্রতি সৌন্দর্যের বিচারে একটি তালিকায় বানিয়েছে। কোন দেশের নারী ও কোন দেশের পুরুষ সবচেয়ে আকর্ষণীয়, তারই হিসেবে দুটি তালিকা বানানো হয়েছে। পুরুষদের তালিকায় তিন নম্বরে পাকিস্তান থাকলেও প্রথম দশে কোথাও নেই ভারত।
মহিলাদের তালিকাতেও অবশ্য ভারতকে কোনও ঠাঁই দেয়নি ওই পর্যটন সংস্থা। তাদের বিচারে সবচেয়ে সুন্দরী নারী আমেরিকানরা হন। পুরুষদের মধ্যে শীর্ষে রয়েছেন আইরিশরা। তারপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইটালি, নাইজেরিয়া, হল্যান্ড ও স্পেন।
ভারতের একটি অনলাইন নিউজ পোর্টালে এই খবর দিয়ে বলা হয়েছে, ‘ভারতের ক-দিন পরেই দুর্গা পুজো। কোনও মণ্ডপে কার্তিক কি কম পড়িয়াছে? তাহলে খোঁজ নিতে পারেন আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা পাকিস্তানে। কারণ এই সব দেশের দেশের পুরুষরাই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বলে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে আমেরিকার একটি পর্যটন সংস্থা।’
এতে আরো বলা হয়েছে, ‘ওয়াসিম আক্রম থেকে সাহিদ আফ্রিদি। ক্রিকেট ম্যাচে এঁদের হয়ে গলা ফাটাননি এমন ভারতীয় তরুণী খুঁজে মেলা ভার। সচিন, সৌরভ, ধোনিকে ছেড়ে পাক ক্রিকেটারদের মোহে আজও বুঁদ অনেকেই। সেই সুদর্শন পাক পুরুষকেই স্বীকৃতি দিল আমেরিকার এই পর্যটন সংস্থা।’