‘পাকিস্তানি বহু’কে সরানোর চাপ
পুলওয়ামার প্রেক্ষিতে তেলেঙ্গানার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ‘পাকিস্তানি বহু’ সানিয়া মির্জাকে সরানোর দাবি জানাল বিজেপি।
ভারতীয় জনতা পার্টির বিধায়ক টি রাজা সোমবার দাবি করেন, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ পদ থেকে সরাতে হবে। কারণ, তিনি ‘পাকিস্তানি বহু’, পাক ক্রিকেটারের ঘরনি।
তার আরও সংযোজন, তেলেঙ্গানায় অনেক ভালো খেলোয়াড় রয়েছেন। সানিয়াকে সরিয়ে তাদের মধ্যে কাউকে রাজ্যের দূত বেছে নিক সরকার।