পাথুরে বিশ্বাস
শাহাবুদ্দীন নাগরী
তোমার ব্যস্ত সেলফোন গত দু’দিন ধরে বন্ধ,
আমি খুলে রেখেছি দরোজা
যেন কপাটে আঘাত খেয়ে ফিরে না যায় উতল বাতাস।
আমার পায়ের নিচে জোছনার মেঝে,
দেয়ালে ঝুলন্ত ব্রিজের মতো ঝুলে আছে মলিন ক্যানভাস,
চাঁদ উঠছে, তবু আসর থেকে উঠছে না মাতালের দল,
আমি খুঁজে পাচ্ছি না তোমার দেয়া হলুদ পাঞ্জাবি।
সন্ধ্যায় কি কাক ডাকে ?
পাঠশালার নামতাপড়া কিশোর ডেকে ওঠে কাকের মতো,
আমি ঠোঁট থেকে উড়িয়ে দেই চুম্বনের ঘ্্রাণ।
আতঙ্কে অথবা দু:খে।
তোমার ব্যস্ত সেলফোন পড়ে আছে মরা মাছির মতো,
আমার জোড়া চপ্পলের নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়
মুগ্ধ যৌবনের পাথুরে বিশ্বাস।