পাবনায় প্রথম নারী জেলা প্রশাসক

জেলা গঠনের প্রায় ১৮৮ বছর পর পাবনায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন রেখা রাণী বালো। তিনি ১৪০তম প্রশাসক। বৃহস্পতিবার রাতে তিনি পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে পাবনা আসেন।

তার যোগদানের মধ্য দিয়ে পাবনায় নতুন ইতিহাস সৃষ্টি হল। তিনি ১৫তম বিসিএস-এর অফিসার। বিদ্যুৎ ও জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে তাকে পাবনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয় নাটোরের জেলা প্রশাসক হিসেবে। সম্প্রতি জনস্বার্থে সরকারি আদেশে পাবনায় পদায়ন করা হয় খলিলুর রহমানকে। যোগদানের আগেই এই বদলি আদেশে পরিবর্তন করে খলিলুর রহমানকে নাটোর জেলায় এবং রেখা রাণী বালোকে পাবনায় বদলি করে পুনরাদেশ দেয়া হয়। ২ বছর তিন মাস দায়িত্ব পালন শেষে কাজী আশরাফ উদ্দিনকে পাবনা থেকে রাজশাহীর জেলা প্রশাসক দিসেবে বদলি করা হয়েছে। তিনি বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

উল্লেখ্য, ১৮২৮ খ্রিষ্টাব্দে পাবনা জেলার যাত্রা শুরু। তখন এক ইংরেজ এ ডব্লু মিলস্ প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। ভারত বিভক্ত হয় ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট। এই দিন ডি কে ঘোষ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বুঝে দেন মো. এমদাদুল হককে। স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসক ছিলেন নূরুল কাদের খান। তার নেতৃত্বে পাবনায় মুক্তিযুদ্ধের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.