পাবনা সাংবাদিক ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকায় কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের সংগঠন ‘পাবনা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রথম আনুষ্ঠানিক মতবিনিয়ম সভা ৭ জানুয়ারি বৃহস্প্রতিবার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে জাতীয় প্রেসকাবে আহ্বায়ক কমিটি গঠন পূর্বক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের তালিকা তৈরি ও যোগাযোগের মাধ্যমে তালিকা আপডেট, সদস্য ফরম তৈরি, গঠনতন্ত্রের খসড়া তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি মো. রেজাউর রহিম, দৈনিক আমাদের সময়ের সহকারী সম্পাদক ও অনলাইন প্রধান ওয়াশিকুর রহমান শাহিন, ডেইলী সানের স্টাফ করসপনডেন্ট মোহাম্মদ আল আমিন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মাওলা, প্রিয় ডটকমের সিনিয়র রিপোর্টার এম মিজানুর রহমান সোহেল, এশিয়ান এজের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, ডেইলি ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দিপ্ত টিভির সিনিয়র রিপোর্টার তানভীর খন্দকার, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, রেডিও স্বাধীনের তাহমীনা খান শৈলী, দৈনিক দিনকালের স্টাফ ফটোর্জানালিস্ট খালেদ হোসেন পরাগ, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ শান্ত প্রমূখ। সভায় সিদ্বান্ত গৃহীত হয় যে, আগামী ২৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসকাবে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।