পারমাণবিক ডেটা সেন্টার বানাচ্ছে রাশিয়া!
পারমাণবিক শক্তিচালিত ডেটা সেন্টার বানানোর পরিকল্পনা করছে রাশিয়া। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক বিলিয়ন ডলার। এটি হবে দেশটির সর্ববৃহৎ ডেটা সেন্টার।
স্কাই নিউজ জানিয়েছে, রাজধানী মস্কো থেকে ১২০ মাইল দূরের কালিনিন পাওয়ার স্টেশন অবস্থিত। সেখান থেকে এই ডেটা সেন্টারের ১০ হাজার সার্ভারের জন্য প্রয়োজনীয় ৮০ মেগাওয়াট শক্তি সরবরাহ করা হবে।
পাওয়ার স্টেশনের মালিক রোসেনারগাটম প্রতিষ্ঠান আশা করছে, রাশিয়ায় নতুন প্রবর্তিত একটি বিশেষ আইনের সুবিধা পাবে এই সেন্টারটি। সম্প্রতি রাশিয়া আইন করেছে যে কোনো অনলাইন সেবায় দেশের নাগরিকদের ডেটা দেশের মাটিতেই রাখতে হবে।
এরই মধ্যে রোসেনরগাটম ৩৩টি রিঅ্যাকটরের সঙ্গে ১০টি পারমাণবিক পাওয়ার প্লান্ট পরিচালনা করে। ২০৩০ সালের মধ্যে রিঅ্যাকটর সংখ্যা ৫৯টি করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এই ডেটা সেন্টার বানানোর প্রথম ধাপ শুরু হবে ২০১৭ সালের মার্চে। আর দ্বিতীয় ধাপ শুরু হবে ২০১৮ সালের প্রথম দিকে।