পা হারানো রোজিনাও চলে গেলেন
এবার না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারানো সেই রোজিনা আক্তারও। রবিবার সকাল ৭টা ২০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ এপ্রিল রাতে বনানীতে বাসের চাপায় পা হারান রোজিনা (২১)। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
রোজিনা সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন। মহাখালীতে এক আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে গুলশানের নিকেতনে সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
পরে গত ২৫ এপ্রিল পঙ্গু হাসপাতাল থেকে স্থানান্তর করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোজিনার বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম রসুল মিয়া, মা রাবেয়া বেগম।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল কারওয়ান বাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে এক হাত হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল দিবা গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
Source:bbarta24.net