পুরাতন বিমানবন্দরের দেয়াল ভেঙে ফেলা প্রয়োজন : আনিসুল হক
পুরাতন বিমানবন্দরের তিন দশমিক ১৬ কিলিমিটার দেয়াল ভেঙে ফেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, এটা ভেঙে লোহার বেড়া দেয়া হলে অনেক জায়গা তৈরি হবে। সেখানে নিরাপত্তা ঠিক রেখেই সাইকেল চালানো ও জগিং করার জন্য রাস্তা তৈরি করা সম্ভব হবে। এভাবে যদি রাজধানীর সব সরকারি ভবনের দেয়াল ভেঙে লোহার শিক দেয়া হয় তাহলে ঢাকা ডাবল (দ্বিগুন) হয়ে যাবে।
আজ সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডিএনসিসি এ সভার আয়োজন করে।
মেয়র আরো বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য জনগণের ৮০ ভাগ সহযোগিতা প্রয়োজন। নগরবাসী সচেতন না হলে একা সিটি করপোরেশন কিছু করতে পারবে না।
দেয়ালে পোস্টার ও লেখালেখি বন্ধের আহবান জানিয়ে আনিসুল হক বলেন, যারা দেয়ালে লেখালেখি করেন তারা মুছে ফেলুন, পোস্টার যারা মারেন তারা আজ থেকে বন্ধ করুন। না হলে আগামী ২/৩ মাস পর মেয়র আর আপনাদের সাথে ভালো ব্যবহার করতে পারবে না।
রাস্তায় নির্মাণ সামগ্রী না রাখার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে মেয়র বলেন, বাড়ি নির্মাণের জন্য রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার কারণে সিটি করপোরেশনের প্রতি বছর কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হয়। এভাবে রাস্তায় ইট-বালু রাখা বন্ধ করা হবে। কেউ এভাবে রাখলে তার ভবনে যেন গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন দেয়া না হয় সে ব্যবস্থা করা হবে।