পেপারের মত মোড়ানো যাবে টিভি, আনছে এলজি

সিওল: পেপারের মতো মোড়ানো যাবে এবার টিভিকে। ২০১৪-তে  এমনই ১৮-ইঞ্চির পাতলা ‘রোলএবল’ ওএলইডি প্যানেল তৈরির কথা বলেছিল এলজি। কিন্তু এই বিষয়ে সে সময় জানানো হলেও প্যানেলটির কোনো নমুনা তৈরি করে দেখায়নি এলজি। তবে এবার আর সেরকম কোনও ঘটনা ঘটছে না। ২০১৬ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)- তে এই ওএলিইডি প্যানেলটি দেখানো হবে।

এই ওএলইডি প্যানেলটি সম্পর্কে প্রথম যে তথ্য দেওয়া হয়েছিল, প্যানেলটি সেরকমই রাখা হয়েছে নাকি এতে কোনও পরিবর্তন আনা হয়েছে সে বিষয় এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।  ‘রোলেবল’ ওএলইডি প্যানেল বাদেও এ বছরের সিইএস-এ কাগজের মতো পাতলা ৫৫-ইঞ্চির ওএলইডি টিভি ডিসপ্লে দেখানোর পরিকল্পনা করেছে এলজি। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৫৫-ইঞ্চির ভিন্ন আরেকটি স্ক্রিন নিয়ে আসবে, যেটির দুই পাশেই আলাদা ছবি দেখা সম্ভব হবে দাবী করা হচ্ছে সংস্থার তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.