পোর্শে ডিজাইন: মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা মাত্র

স্টাইল ও আভিজাত্য দুটোই যেখানে বাঁধা হয়েছে এক সুতোয়। জার্মানিভিত্তিক এ ফ্যাশন ব্র্যান্ডটি আভিজাত্যের চাদরে মোড়ানো বেশকিছু শীতের পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে ফ্যাশনপ্রেমীদের জন্য। তাই এবার শীতে রুচিশীল জ্যাকেটের জন্য দ্বারস্থ হতে পারেন পোর্শে ডিজাইনের কাছে—

একটা কথা কে না জানে, পোশাক নিজের ভেতর আত্মবিশ্বাসের জন্ম দেয়। তবে সেক্ষেত্রে পোশাক রুচিশীল হওয়াটা বেশ প্রয়োজন। শীতের সময় যেহেতু শরীরে অতিরিক্ত কাপড় চাপাতে হয়, তাই আরো কয়েক গুণ বেশি সচেতন হতে হয়। ঠাণ্ডা তাড়াতে শরীর ঢেকে রাখা মোটা কাপড়টির কাজ শেষ হয়ে যায় না, এর সঙ্গে স্টাইলটাও ঠিক রাখা চাই। পোর্শে ডিজাইন এবারের শীতে তাদের ভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করেছে আকর্ষণীয় ডিজাইনের সব লেদার জ্যাকেট। ছেলেমেয়ে উভয়ের জন্যই ভিন্ন ভিন্ন ঢঙের জ্যাকেট রয়েছে তাদের এবারের সংগ্রহে। লেদার জ্যাকেট শুনেই বোঝা যায় এর উপাদান কী হতে পারে। তবে পোর্শে ডিজাইনের ক্ষেত্রে এ কথাটা একটু বেশি জোর দিয়েই বলতে হয়। কেননা তাদের তৈরি করা প্রতিটি জ্যাকেট পশুর চামড়া দিয়ে তৈরি। যেখানে এতটুকু আপস চলেনি। আর আসল চামড়ায় প্রস্তুত জ্যাকেট যে সবার আরাধ্য, সেটা নতুন করে বলার নিশ্চয়ই কিছু নেই। শুধু উপাদানেই আভিজাত্য ধরে রেখেছে তাই নয়, সঙ্গে নির্মাণশৈলীও অসাধারণ বলতে হবে। নরম, মোলায়েম জ্যাকেটগুলো যথেষ্ট আরামদায়ক।

স্টাইল তখনই সার্থক, যখন তা আরামদায়ক হবে। সেদিক থেকে বলতেই হয় পোর্শে ডিজাইন শুধু স্টাইলের দিকে নজর দেয়নি, আরামের কথাটি মাথায় রেখেছে। উদাহরণস্বরূপ মেয়েদের জন্য তৈরি অ্যাভিয়েটর জ্যাকেটের কথাই বলি, নজরকাড়া এ জ্যাকেটের মূল উপাদান হচ্ছে ভালো জাতের ভেড়ার চামড়া। বাইরের অংশ শক্ত হলেও বেশ মসৃণ, আর ভেতরে ঠিক উল্টোটাই। নরম পশমে ভেতরটা আবৃত করা হয়েছে। উল দিয়ে তৈরি বেশ বড় কলারসহ জ্যাকেটটির ভেতর আভিজাত্যের পরশ বুলিয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকটি রঙে পাওয়া যায় ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের জ্যাকেটটি।

ছেলে ভোক্তাদের অবশ্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কেননা ছেলেদের জন্যও পোর্শে ডিজাইনের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের সব জ্যাকেট। লেদার বম্বার জ্যাকেটের কথাই ধরি, কুচকুচে কালোতে যে আভিজাত্য ঠিকরে বের হয়, তার জন্য জুতসই প্রমাণ এটি। কালো জ্যাকেটের কলারে ব্যবহার করা হয়েছে চকচকে কালো পশম। বাইরের মসৃণ অংশ পশুর চামড়ায় তৈরি। স্টাইলিশ জ্যাকেটটি কিনতে পকেট থেকে বের করতে হবে ৩ লাখ ৬৪ হাজার টাকা। ফ্যাশনপ্রেমীরা এবার শীতের পোশাকে আভিজাত্য ধরে রাখতে বেছে নিতে পারেন পোর্শে ডিজাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.