প্রকাশিত হলো কাজী শুভ’র কান্দিতে কান্দিতে
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছিলো সঙ্গীত শিল্পী ও সুরকার মুহাম্মদ মিলনের সুরে মিক্সড অ্যালবাম ‘মিলন এক্সক্লুসিভ’। একাধীক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সমন্বয়ে পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছিলো অ্যালবামটি। সেই অ্যালবামের একটি গান ‘কান্দিতে কান্দিতে’। গেয়েছেন শিল্পী কাজী শুভ। এবার প্রকাশিত হলো ‘কান্দিতে কান্দিতে’ গানের ভিডিও। গানটির অডিও ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস, তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করে গানটি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। লোকজ ঘরনার এই গানের সাথে মিল রেখে গ্রাম-বাংলার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তপু খান। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নিরব, জাফিয়া এবং আজাদ। আছে কাজী শুভর উপস্থিতিও । কাজী শুভ বলেন, ‘ডিএমএস এর সাথে এটা আমার প্রথম কাজ। তাই গানটির কথা, সুর এবং মিউজিকের প্রতি বিশেষ নজর দিয়েই কাজটি করেছি। আমিও আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের সাথে মিল রেখে দারুন গল্পে গানটির ভিডিও নির্মান করা হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোাতাদের ভালো লাগবে।’