প্রমোদতরীর নোংরা বিলাসিতা
বিলাসিতা ক্ষতিকর হলে সে বিলাসিতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক৷ বিলাসবহুল প্রমোদতরীগুলোর পরিবেশ ধ্বংসকারী আচরণের জন্য পরিবেশবাদী সংগঠনগুলো অনেক দিন ধরেই সতর্ক করে আসছে৷
এনএবিইউ, সংক্ষেপে নাবু নামে প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা একটি জার্মান সংস্থা ২০১৭ সালে বিশ্বের ৭৭টি প্রমোদতরীর উপর একটি গবেষণা করে৷ গবেষণালব্ধ তথ্য বলছে, ৭৭ টির মধ্যে ৭৬ টি প্রমোদতরীই তীব্র বিষাক্ত জ্বালানি ব্যবহার করে৷ এ জাহাজগুলোর পরিবেশ বিধ্বংসী আচরণের ভয়াবহতা উল্লেখ করে গবেষকরা জানিয়েছেন, একটি প্রমোদতরী পাঁচশ’টি গাড়ির সমান পরিমান পরিবেশ দূষণ করে৷ ডয়চে ভেলে।