প্রশংসায় ভাসছেন আলিয়া
প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের স্টাইল অনেকেই অনুসরণ করে। অনেকে সিনে পর্দায় দেখা নায়ক-নায়িকার মতো পোশাকও তৈরি করে থাকেন। কিন্তু যখন সেই পোশাকই মিলছে তখন আর এত ঝামেলা আর কে করে।
তাই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট স্টাইল ফলোয়ারদের জন্য রয়েছে সু-খবর। যে কেউ চাইলে অভিনেত্রীর পোশাক পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। এটি কোনো ভুয়া খবরও নয় আবার আলিয়ায় টাকার অভাব পড়েছে এমনও নয়।
আসলে চ্যারিটির জন্যই এমনটাই করছেন নায়িকা। সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, তার পার্সোনাল পোশাকগুলো তিনি এভাবে বিক্রি করতে চলেছেন। অমি ওয়ারড্রোব সেলে আলিয়া নিজের অনেকগুলো জামা দান করছেন। এর থেকে যে অর্থ আসবে তার গোটাই যাবে চ্যারিটিতে।
আলিয়া নিজের ইনস্টাগ্রামের পোস্টে এ ঘোষণা দিয়ে লেখেন, আপনাদের সকলকে আমন্ত্রণ এ শপে। কারণ, এখানে আমার পোশাক পাবেন সরাসরি। আর সেই পোশাক বিক্রয়ের অর্থ অসহায় ও বঞ্চিত মানুষগুলোকে সহায়তায় ব্যয় করা হবে।
এদিকে আলিয়ার এমন উদ্যোগকে অভিনব বলে উল্লেখ করেছেন নেটিজেনরা। প্রশংসার বন্যায়ও ভেসেছেন এ নায়িকা।