প্রসূন রহমানের দ্বিতীয় চলচ্চিত্রের শূটিং শুরু

দীর্ঘ প্রস্তুতি শেষে গত ১০ জানুয়ারি থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে প্রসূন রহমানের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’-এর শূটিং। নির্মাতা জানান ঢাকা ড্রিম প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো কিছু প্রান্তিক মানুষের গল্প। প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা নানা পেশার কিছু মানুষের ঢাকায় আসবার পেছনের কারণ ও যাত্রার দিনের অন্যরকম এক ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরা হবে সিনেমাটিতে। ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বসবাসযোগ্যতার মানের দিক থেকে এ শহরের অবস্থান সবচেয়ে নীচে। কিন্তু এরপরেও মানুষ আসা থামছে না কখনোই। থামানো যাচ্ছে না। হয়তো জীবিকার প্রয়োজনে এদেশের মানুষের কাছে ঢাকায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যেমন আসছে জীবিকার প্রয়োজনে, কেউ আসছে উচ্চশিক্ষার প্রয়োজনে, কেউ আসছে নদী ভাঙনের শিকার হয়ে। যারা আসছে তাদের কেউই আর ফিরে যাচ্ছে না, ফিরে যেতে পারছে না। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, এমনকি শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুরই কেন্দ্রস্থল এইখানে। সবকিছুর ভারেই পদানত এই নগরী। ঢাকা ড্রিম চলচ্চিত্রে আয়নাল ফকির নামের রহস্যময় অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকায় আসবার জন্যে পথে নামা আরো কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন- নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক এবং নবাগত সেরা জামান। চিত্রগ্রহণে রয়েছেন নিয়াজ মাহবুব। নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর এর ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.