প্রিয় তালগাছ
রহীম শাহ
‘আব্বু বলেন, পড় রে সোনা আম্মু বলেন, মন দে।’ কেন আমায় পড়তে হবে আমি আছি ধন্দে। লেখাপড়া করে কী আর মানুষরা হয় বড়ো তারচে ভালো গাছের মতো প্রকৃতি পাঠ করো। তালগাছটা অনেক উঁচু লেখাপড়া না করে আমি কেন পড়ব শুধু লেখাপড়ার ফাঁপড়ে। তারচে ভালো তালগাছ হই আকাশ ছুঁতে পারব আব্বু বলেন, ‘চুপ যা তুই আম্মু বলেন, মারব।’ তালগাছ আমার প্রাণের প্রিয় এইখানেতেও দোষ আব্বু এবং আম্মু বলেন, ‘অংক নিয়ে বোস।’