প্রেমে পড়া বা ভালোবাসা নিয়ে কিছু ‘ভুল’ ধারণা

ছেলেটি আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর এতেই আপনার হৃৎকম্পন শুরু হয়ে গেছে৷ ধরে নিলেন প্রেমে হয়ে গেছে! এরকম কিছু ভুল ধারণার কথা থাকছে ৷

সুন্দর নারী-পুরুষের সহজে প্রেম হয়
‘‘এ ধারণা সম্পূর্ণ ভুল! ভালোবাসার মানুষদের মধ্যে মনের মিল হবে- এই চাওয়ার কথা আমরা সকলেই জানি৷ তবে প্রেমিক-প্রেমিকারা দৈহিক সৌন্দর্য্যের দিকেও নিজেদের চেহারার সাথে মানানসই কাউকেই্ বেশি চান৷ তাছাড়া অনেকে চান নিজের কাছের মানুষ বা ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় এমন চেহারার কাউকে৷’’ এই মন্তব্য জার্মান সাইকোলজিস্ট মিশায়েল লুকাস ম্যুলারের৷

‘গভীর’ ভালোবাসা থাকলে কথা বা ভাষা জরুরি নয়!
এমন কথা শোনা যায় বটে, তবে তা ভুল৷ প্রথমদিকে তেমন অসুবিধা না হলেও পরে ‘সঠিক’ ভাষা বা কথা বলা ছাড়া ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হয় না৷ কারণ, কথা বলার মধ্য দিয়েই কেবল স্বামী-স্ত্রী বা পার্টনারের মধ্যে হওয়া নানা রকম ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব৷

‘সন্দেহ’ ছাড়া ভালোবাসার সম্পর্ক?

অনেক প্রেমিকা-প্রেমিকা গর্ব করে বলেন যে, তাঁরা কেউ কাউকে সন্দেহ করেন না৷ এটাও একেবারেই ভুল! কারণ, ভালোবাসার মূলমন্ত্র হচ্ছে ‘বিশ্বাস’৷ তবে দু’জনের সম্পকের মধ্যে যদি সন্দেহ বা খানিকটা ঈর্ষা না থাকে, তাহলে মনে হতে পারে যে, একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে৷ একটু আধটু সন্দেহ থাকা ভালোবাসারই নামান্তর৷

যৌনমিলন যত বেশি, সম্পর্ক তত স্থিতিশীল
এটাও একটি ভুল ধারণা৷ দাম্পত্যজীবনে যৌনমিলন খুবই গুরুত্বপূর্ণ–এ কথা ঠিক৷ তবে যৌনমিলন বেশি হলেই যে প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক হবে সুখের বা স্থিতিশীল, তা কিন্তু বলা যায় না৷ কারণ, সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম৷

প্রেম একবারই আসে জীবনে
এ ধারণাও ভুল৷ তবে একবার প্রেমে ব্যর্থ হলে বা কষ্ট পেলে অনেকে আর নতুন করে কাউকে ভালোবাসতে চায় না, এ কথা ঠিক৷ যদিও ব্যর্থ প্রেমের পর নতুন করে কাউকে ভালোবাসতে কিছুদিন সময় লাগে, তবে ভালোবাসা হতে পারে একাধিকবার৷ জার্মান সাইকোলজিস্ট মিশায়েল লুকাস ম্যুলারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্যগুলো প্রকাশ করেছে জার্মান ম্যাগাজিন ‘লেয়া’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.