প্রচ্ছদ » ফাহমিদা নবীর ভয়েজ গ্রুমিং প্রশিক্ষণ কেন্দ্র
গানের গ্রুমিং করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তার এই প্রতিষ্ঠানের নাম কারিগরি। প্রতিষ্ঠানটি গড়ার পেছনের কথা বলতে গিয়ে ফাহমিদা জানান, ২০০৭ সালের ঘটনা। রাস্তায় একটি মেয়ে আমাকে ধরে বলেছিল আপনার কাছে গান শিখবো। তারপর বাসা খুঁজে বাড়িতেও চলে এসেছিল। তখন আমি ক্লোজআপ ওয়ানের বিচারক ছিলাম। দায়িত্ব পালন করতে গিয়ে দেখলাম মাইক্রোফোন হাতে নিলে অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলে। তাই শিক্ষার্থীদের মোটিভেশন করতেই প্রতিষ্ঠা করলাম কারিগরি। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। কেউ গৃহিণী, কেউ স্কুল শিক্ষার্থী। তিনি জানান, গান শিখতে আগ্রহীদের ভয়েজ গ্রæমিং করানো হয় এখানে। মূলত এটি একটি টেকনিক্যাল কোর্স। যারা গান শিখেছেন, গান গাইতে পারেন কিন্তু কিছু টেকনিক্যাল বিষয়ে অনভিজ্ঞতার কারণে গান পরিবেশন করতে পারছেন না তাদের জন্য কারিগরি ভয়েজ গ্রুমিং সেশন। তিন মাস মেয়াদী কোর্সে শিক্ষার্থীদের শেখানো হয় মাইক্রোফোনের ব্যবহার, ইন্সট্রুমেন্টের সঙ্গে গান হাওয়া স্টুডিও ওয়ার্ক, রেকর্ডিং এক্সপেরিয়েন্স, স্টেজ পারফরমেন্স, ভয়েজ রেকর্ডিং। প্রত্যেক ব্যাচে দশ জনের মতো শিক্ষার্থীরা ভর্তি করানো হয়। ছবিঃ ফাহমিদা নবী।
Related
You May Also Like