ফেইসবুকের মতো এক্সবক্সেও ‘ইয়ার ইন রিভিউ’
ফেইসবুকের আদলে ‘ইয়ার ইন রিভিউ’ সুবিধা চালু করেছে মাইক্রোসফটের জনপ্রিয় গেইমিং কনসোল এক্সবক্স। ফিচারটি কাজে লাগিয়ে এক্সবক্স লাইভ ব্যবহারকারীরা ২০১৫ সালে কোন কোন গেইম খেলেছেন, প্রতিটি গেইমের পেছনে কত সময় পার করেছেন সেগুলোর সালতামামি জানার সুযোগ পাবেন। মূলত বন্ধুদের সঙ্গে গেইম খেলার পুরনো স্মৃতি নতুন করে রোমন্থনের সুযোগ দিতেই ফিচারটি চালু করা হয়েছে। এক্সবক্স লাইভের অফিশিয়াল পেইজে প্রবেশ করে এ সুযোগ মিলবে। সূত্র : ইন্টারনেট