ফেইসবুকে প্রতিদিন ঢুঁ মারেন শত কোটি ব্যবহারকারী
নিয়মিত ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৫৫ কোটি। এর মধ্যে প্রতিদিন সাইটটিতে ঢুঁ মারেন ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১৭ শতাংশ বেশি। আর এ কারণে গত প্রান্তিকের তুলনায় আয়ও বেড়েছে প্রায় ১১ শতাংশ। জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
জাকারবার্গের এ ঘোষণার পর ফেইসবুকের প্রতিটি শেয়ারের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। বুধবার ফেইসবুকের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১০৯.৩৪ ডলার। জাকারবার্গের তথ্যমতে, ভিডিও বিনিময়ের সাইটের আদলে সাইটটিতে ভিডিও দেখার পরিমাণও বেড়েছে। প্রতিদিন প্রায় ৮০০ কোটি ভিডিও দেখা হয় সাইটটিতে।
শুধু ফেইসবুক নয়, ব্যবহারকারী বেড়েছে প্রতিষ্ঠানটির মালিকানাধীন ‘হোয়াটসঅ্যাপ’ ও ‘ইনস্টাগ্রাম’-এর। প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৯০ ও ৪০ কোটি।
সূত্র : ডেইলি মেইল