ফ্যামেলি ট্যুরে থাইল্যান্ডে মোশাররফ করিম-জুঁই
বছর জুড়ে শুটিংয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দম ফেলার ফুসরত ছিলনা তার। অনেকবার পরিকল্পনা করেও স্ত্রী রোবেনা রেজা জুঁই ও ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়ে উঠেনি।
এবার ব্যস্ততাকে পাশ কাটিয়ে সাতদিনের সময় বের করেছেন তিনি। আজ সকালেই উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। টানা সাতটা দিন সেখানে ঘুরবেন। কেনাকাটা করবেন।
মোশাররফ করিমের মা মমতা বেগম বাংলামেইলকে জানালেন, ‘কোন কাজে নয়, ছুটি কাটাতে তারা থ্যাইল্যান্ডে গেছে। আগামী ২৭ কিংবা ২৮ তারিখে দেশে ফিরবে তারা।’