বইমেলায় সাযযাদ কাদিরের ৬ বই
কবি, গল্পকার, লেখক ও মণীষী সাংবাদিক সাযযাদ কাদির। বাংলা একাডেমির একুশে বইমেলায় তার ছয়টি বই এসেছে । বাহারি প্রচার-প্রচারণা ছাড়াই বিপুল সংখ্যক মননশীল পাঠক সংগ্রহ করছেন এই প্রচার বিমুখ সাহিত্যিকের বই।
মেলায় আসা সাযযাদ কাদিরের বইয়ের মধ্যে রয়েছে বহুপ্রতীক্ষিত ‘গল্পসংগ্রহ’ – ১৯৬৩ থেকে ২০১৫ সালের বিভিন্ন সময়ে লেখা গল্পের সঙ্কলন। বইটি ষাটের দশকের সাড়াজাগানো গল্পকারকে নতুন করে চেনাবে একালের পাঠককে। ‘গল্পসংগ্রহ’ প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন (স্টল ২৬৮)।
‘সাহিত্যে ও জীবনে রবীন্দ্র-নজরুল’ প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স (৫৫৫-৫৫৬)। বাংলার দুই শীর্ষ কবি সম্পর্কে অনেক কৌতূহল মেটাবে এ প্রবন্ধ-গবেষণাগ্রন্থ।
বাংলার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক চমকপ্রদ তথ্যভিত্তিক প্রবন্ধ-গবেষণাগ্রন্থ ‘জানা-অজানা বাংলা’ প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস (স্টল ৩৯৭-৪০০)।
‘রাজরূপসী’ ও ‘নারীঘটিত’র পর নারী-ভিত্তিক প্রবন্ধ-গবেষণা সিরিজের তৃতীয় গ্রন্থ ‘রমণীমন’ ও হারকিউলিস সিরিজের ‘মহাবীর হারকিউলিস’ প্রকাশ করেছে চিত্রা প্রকাশনী (স্টল ৪৮৬)।
দেশ-বিদেশের লোকরচনা ভিত্তিক সঙ্কলন উপকথন সিরিজের ষষ্ঠ গ্রন্থ ‘উপকথন চিরদিনের’ প্রকাশ করেছে ঝিঙেফুল (স্টল ৬৩৪-৬৩৫)।
এছাড়া দক্ষিণ ভারতের বিজয়নগর রাজসভার বিদূষকের মজার গল্প-কাহিনী ‘তেনালি রামন’ প্রকাশ করেছে দিব্যপ্রকাশ (৫৪৫-৫৫৬)।
সাযযাদ কাদির ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।
সাযযাদ কাদির শুধু মাত্র কবিতাই নয় গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সঙ্কলন, অনুবাদ সহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন।
পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টি কেন্দ্রিক সাহিত্যপত্রিকা ‘শৈবভারতী’র ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে প্রবন্ধ সাহিত্যে সাযযাদ কাদিরকে শৈবভারতী পুরস্কার দেয়া হয়। বাংলা কবিতায় অবদান রাখার জন্য তিনি জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০১৬ এর জন্য মনোনীত হয়েছেন। আগামী বছর ৩১তম জাতীয় কবিতা উৎসবে কবির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
সূত্র: অনলাইন বাংলা।