বই মেলায় নিউ ইয়র্কের লেখকদের রেকর্ড সংখ্যক বই

শুরু হয়ে গেছে বাঙালীর প্রাণের মেলা ” “একু‌শের বই মেলা” এবারের বই মেলায় নিউ ইয়র্কের তারকা লেখকদের রেকর্ড সংখ্যক বই প্রকাশিত হয়েছে। একটি তালিকা আপাতত দেয়া হলো। এই তালিকাটি ক্রমেই বড় হতে হতে চমকে দেয়ার মতো বিশাল হবে। নিউ ইয়র্কের শ্রদ্ধেয় কবি , ছড়াকার ও লেখকদের অভিনন্দন। বই ও লেখকের তালিকা:
NB Thomis uddin lody
তমিজউদ্দীন লোদী: নির্বাচিত কবিতা
NB Fakir Elas
ফকির ইলিয়াস: মুক্তযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার
NB others
কাজী জহিরুল ইসলাম: ভ্রমণ সমগ্র, সুর্যাস্তের পরের ফিরিস্তি, অসীম শুণ্যতে তিস্ট, রাস্তাটি ক্রমশ সরু হয়ে যাচ্ছে, শেকড়ের খোঁজ ও জালাল উদ্দিন রূমীর কবিতা (অনুবাদ)
NB Monjur Kader
শাহ আলম দুলাল: সব কিছুতেই একটা কম
মিশুক সেলিম: জোছনার জলমাখা পদ্ম
রওশন হাসান: জলের রঙ বদলে যায়
এবিএম সালেহ উদ্দীন: গতকাল বৃস্টি ছিল রিমি রুম্মান: পুবের আকাশে ভোরের অপেক্ষায়
কামরুন নাহার ডলি: প্রকৃতি ও উচ্ছ্বাস
মাকসুদা আহমেদ: বৃস্টি তোমার ছোঁয়া
স্বপ্ন কুমার: কেনেরে কুমার তুই ভিন্ দেশো গেলে,
কবি মিলি সুলতানা: সোনার টিকলি নয় মাধবীলতার গুচ্ছ এবং কংকালের সাথে এক রাত
দর্পণ কবীর: আমি ভূত বলছি
মৃদূল আহমেদ: সমস্যাডা শুধুই
জাফর ইকবাল আলম সিদ্দিকী: নামকাব্য-২
খালেদ সরফুদ্দীন: কুটুম কুটুম
NB Shams chowdhury Rusho
শামস চৌধুরী রুশো: গোলকের উল্টো পিঠে
মনজুর কাদের: গোলাপ বাগান আগলে রাখি
মন‌িজা রহমান / ঝর্ণার জ‌লের কারাগার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.