বছর জুড়ে সেরা প্রযুক্তি

প্রতি বছর বিশ্ব মাতায় নতুন নতুন প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য। অত্যাধুনিক এসব প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। নতুন এসব উদ্ভাবনে পৃথিবীর ব্যাসার্ধ ছোট হচ্ছে এবং মানুষের জীবন হচ্ছে সহজতর। প্রযুক্তি উদ্ভাবন ও ব্যক্তিত্বদের নিয়ে প্রযুক্তিতে বছরের সেরা একটি তালিকা তৈরি করেছে সিএনএন মানি। প্রযুক্তিবিশ্বের ২০১৫ সালের সেরা সব উদ্ভাবন, পণ্য ও ব্যক্তিত্বদের কথা এ প্রতিবেদনে তুলে ধরা হলো। সেরা গ্যাজেট : সারফেস প্রো ৪ চলতি বছর তিনটি অসাধারণ সারফেস ল্যাপটপ উন্মোচন করে মাইক্রোসফট। এর মধ্যে সেরা ডিভাইস হল সারফেস প্রো ৪। মিডরেঞ্জের এই ট্যাব অনেক বেশি শক্তিশালী, হালকাপাতলা ও আকর্ষণীয়। এই ট্যাব ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। এতে ইনটেলের তৈরি কোর ‘এম’ চিপ ব্যবহার করা হয়েছে। ফলে অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতোই এ ট্যাবের পারফরমেন্স। থ্রিডি টাচ প্রযুক্তি চলতি বছরের অন্যতম সেরা উদ্ভাবন হল থ্রিডি টাচ প্রযুক্তি। আইফোন ৬ এস ও ৬ এস প¬াসে ব্যবহার করে সবাইকে চমকে দেয় অ্যাপল। স্মার্টফোন বিপ¬বে নতুন মাত্রা যোগ করে টেক জায়ান্টটি। এ প্রযুক্তির সাহায্যে নতুন আইফোন দুটির স্ক্রিনে বিভিন্ন স্তরের চাপ প্রয়োগে ভিন্ন ভিন্ন কাজ করা যায়। এটি উন্নত ভাইব্রেশন প্যাটার্ন সুবিধাসহ শর্টকাট মেন্যু তৈরিতে বিশেষ সুবিধা দেয়। যদিও এই প্রযুক্তি ‘ফোর্স টাচ প্রযুক্তি’ নামে অ্যাপল ওয়াচ, ম্যাকবুক ও ম্যাকবুক প্রো’তে আগেই ব্যবহার করা হয়েছে। সেরা সফটওয়্যার : নাও অন ট্যাপ চলতি বছরের অন্যতম এক ফিচার নাও অন ট্যাপ, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে জুড়ে দেয়া হয়। এটি ১০০টির বেশি বহুল জনপ্রিয় অ্যাপি¬কেশনের ক্ষেত্রে কাজ করে। ই প্রোগ্রাম ব্যবহারকারীকে যে কোনো সময় বিশেষ কোনো অ্যাপ্লি¬কেশন থেকে বের হয়ে যাওয়া ছাড়াই প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করে। ধরা যাক, ব্যবহারকারী স্পটিফাই ব্যবহার করতে করতে জিজ্ঞেস করলেন, ‘ওকে গুগল, এ শিল্পীর আসল নাম কি?’ ফিচারটি সাথে সাথেই প্রশ্নটি বুঝে নিয়ে সেই শিল্পীর আসল নাম দেখাবে। সেরা সিইও : মার্ক জাকারবার্গ চলতি বছর প্রযুক্তিবিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ নানা অবদান রেখেছেন। তার হাত ধরে ‘ইউনিভার্সাল সার্চ’সহ বেশ কিছু অসাধারণ ফিচার এসেছে। এসবের বাইরেও তার বেশ কিছু উদ্যোগ আছে, যা বছর জুড়ে আলোচনায় ছিলো। এর মধ্যে উন্নয়নশীল বিশ্বে বিনামূল্যে মৌলিক ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য নেয়া উদ্যোগ অন্যতম। সেরা মুভি : স্টিভ জব চলতি বছর প্রযুক্তিবিশ্বে ‘স্টিভ জবস’ মুভিটি দারুণ হৈচৈ ফেলে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী নিয়ে এ মুভি তৈরি করা হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন মাইকেল ফ্যাসবেন্ডার। চরিত্রটা যথেষ্ট কঠিন হওয়া সত্ত্বেও তা নিজের মধ্যে সম্পূর্ণভাবে ধারণ করেন এই অভিনেতা। মুভিতে জবস ছাড়াও স্টিভ ওয়াজনিয়াক, জোয়ানা হফম্যান, জন ক্যালির জীবনের একাংশ উঠে আসে। ওয়াজনিয়াকের ভূমিকায় সেথ রোজেন, জোহানার ভূমিকায় কেট উইন্সলেট ও স্কালির ভূমিকায় জেফ ড্যানিয়েলস অভিনয় করেন। ছবিটি পরিচালনা করছেন ড্যানি বয়েল। ¯¬্যামডগ মিলিওনিয়ার ছবির জন্য অস্কার জিতেছিলেন ড্যানি। মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে তৈরি এই ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যারন সরকিন। সেরা নিরাপত্তা ফিচার : উইন্ডোজ হ্যালো আধুনিক জীবনের অন্যতম এক অনুষঙ্গ পাসওয়ার্ড। কিন্তু এই পাসওয়ার্ড নিয়ে ঝামেলার অন্ত নেই। অনেক সময় সাধের পাসওয়ার্ড মনে থাকে না, আবার অনেক সময় তা বেহাত হয়ে যায়। এই যন্ত্রণা থেকে বাঁচাতে উইন্ডোজ হ্যালো নামের এক ফিচার আনে মাইক্রোসফট। এই ফিচার মুখ দেখে পিসিতে লগ-ইন সুবিধা দিয়ে থাকে ব্যবহারকারীদের। সেরা প্রযুক্তিপণ্য : অ্যাপল ওয়াচ চলতি বছরের সেরা প্রযুক্তিপণ্য অ্যাপল ওয়াচ। ডিভাইসটির প্রধান আকর্ষণ ‘ডিজিটাল ক্রাউন’। স্ক্রিনের ডানপাশে ডায়ালের মতো ছোট এই ক্রাউন দিয়ে স্ক্রিনের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায়। এটি হোম বাটন হিসেবেও কাজ করে। এর সাথে অ্যাপলের ভয়েস নিয়ন্ত্রিত ভার্চুয়াল সহকারী সিরি তো আছেই। অ্যাপলের স্মার্টঘড়িটি সহজেই কাস্টোমাইজ করা যায়। এতে ১১ রকম ওয়াচফেইস রয়েছে। এর মধ্যে অ্যানালগ ঘড়ি, সানডাইয়াল, ত্রিমাত্রিক পৃথিবীসহ নানা রকম মোড আছে। ব্যবহারের ক্ষেত্রে প্রায় হাজারেরও বেশি অ্যাপস যুক্ত করা হয়েছে অ্যাপল ওয়াচে। এছাড়া এই ডিভাইসে ফেইসবুক, ইনস্টাগ্রামসহ জনপ্রিয় প্রায় সব অ্যাপই ব্যবহার করা যাবে। চাইলে গাড়ি থেকে হোটেল রুমের দরজা পর্যন্ত লক করা যাবে অ্যাপল ওয়াচের মাধ্যমে। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে ফোন রিসিভ করা, হেলথ ট্র্যাকিং সঙ্গে অ্যাপল পে ফিচারও যুক্ত করা হয়েছে এ ঘড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.