বন্দুক নিয়ে সেলফি, গুলি ফুটে মৃত্যু
বান্ধবীকে সঙ্গে করে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলি বেরিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্কাগিট কাউন্টিতে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি নিজের বাসায় বান্ধবীকে নিয়ে ছবি তুলছিলেন বলে স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়।
স্কাগিট কাউন্টি পুলিশ প্রধানের দপ্তরের টহল প্রধান চাদ ক্লার্ক ওই ব্যক্তির সঙ্গীকে উদ্ধৃত করে বলেন, “বন্দুকটি নিয়ে তারা বেশ কয়েকবার ছবি তোলেন। এর মধ্যে কয়েকবার ওই ব্যক্তি বন্দুকে গুলি ভরেন ও বের করেন।
“শেষবার যখন তিনি গুলি ছোড়েন তখন বন্দুকের মধ্যে একটি বুলেট থেকে গিয়েছিল।”
দুর্ঘটনা হিসেবে ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে ক্লার্ক জানান। বিডিনিউজ