স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের
স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের, অধরাই থাকলো ভারতের সাথে টি-টোয়েন্টি জয়। সেটাও আবার ফাইনালে। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। সেখানে সৌম্য সরকারের অফের বল ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নিলো ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে চার উইকেটে জিতলো ভারত। ৮ বলে ২৯ রান করলেন কার্তিক। এর মধ্যে দুটি চার আর তিনটি ছক্কা। বাংলাদেশ এ ওভারেও রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেন নি।
১৯তম ওভারে ২২ রান নিয়ে খেলায় ফিরলো ভারত। দীনেষ কার্তিক নেমেই ছয় বলে নেন ২২ রান। শেষ ওভারে ভারতের দরকার আর ১২ রান।
১৮তম ওভারে মোস্তাফিজের দারুণ বলে খেলায় ফিরলো বাংলাদেশ। ২ ওভারে ভারতের চাই ৩৪ রান। এই ওভারে তিনি মাত্র এক রান দিয়ে নেন পান্ডের উইকেট।