বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই
বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীদেবী আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুবাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৫৪ বছর।
স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে শনিবার সন্ধ্যায়একটি বিয়েতেগিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে পরিচিত শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
মাওয়ালি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, তোহফাসহ বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল প্রশংসা পেয়েছেন শ্রীদেবী।
১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। এরপর তিনি হিন্দি চলচ্চিত্র ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন।
২০১৩ সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মাননাদেয়া হয় তাকে।