বসন্তেই ঝড় শিলাবৃষ্টি দাপট

আজ বসন্তের ১২তম দিন, বসন্তের প্রথম পর্বেই সবকিছু যেন লন্ডভন্ড করে দিলো ঝড় বৃষ্টির হঠাৎ আগ্রাসনে, ক’দিনের কিছুটা গুমোট ভাবই আভাস দিচ্ছিলো যেন আগাম কালবৈশাখের, অবশ্য আবহাওয়া অফিস গতকালই পূর্বাভাস দিয়েছিলো ঝড়বৃষ্টির। আর সেই সূত্র ধরেই যেন বসন্তের প্রথম দিকেই হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।পানির দখলে চলে গেছে বইমেলা তাই বইমেলাও আপাতত বন্ধ। নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় প্রচন্ড বেগে ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ও মধ্য দুপুরে দু দফায় রাজধানীতে ঝড়ো বাতাসের সঙ্গে নামে বৃষ্টিও। এতে হঠাৎই থমকে যায় রাজধানীবাসীর জীবনের গতি। যানজটের নগরীতে বেড়ে যায় আরো যানজট। অফিসগামী ও কর্মব্যস্ত মানুষ পড়েন ভোগান্তিতে। তবে মৌসুমের প্রথম এ বৃষ্টি উপভোগ করেছেন অনেকেই। দুপুর ১২টায়ও দেখা যায় রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢাকা।

অন্যদিকে নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় হয়েছে কালবৈশাখী ঝড়। সাথে শিলাবৃষ্টিও। এছাড়া গাজীপুর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় জড়ো বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

গতকালই বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকায় বুধবার ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুধু আজই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামীকালও।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বিকাল বা সন্ধ্যার পরও ঝড়ো বাতাস ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরদিনও।

এদিকে বসন্তের প্রথমেই বৃষ্টির এই ভাগড়ায় অস্বস্তিতে রয়েছেন ক্রিকেটপ্রেমিরা। বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে বাংলাদেশ-ভারতের মধ্যকার এশিয়াকাপের প্রথম ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

অসময়ে বৃষ্টির এই ভাগড়ায় তা থেকে নিস্কৃতির জন্য ক্রিকেটপ্রেমিরা এখন স্রষ্টার কাছে প্রার্থনা করতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.