বাংলামেইলের নির্বাহী সম্পাদক হলেন মাকসুদুল হায়দার

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকমে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিলেন সিনিয়র সাংবাদিক মাকসুদুল হায়দার চৌধুরী। তার সর্বসাম্প্রতিক কর্মস্থল দৈনিক অর্থনীতি প্রতিদিন।

বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। প্রথম কার্যদিবসে তিনি বাংলামেইলের সব বিভাগের রিপোর্টার ও নিউজরুম এডিটরদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে অনলাইন সংবাদ মাধ্যম নিয়ে মাকসুদুল হায়দার বলেন, ‘আগামী দিনের নেতৃত্ব দেবে অনলাইন সংবাদ মাধ্যম। তাই এই সংবাদ মাধ্যমকে পাঠকের আস্থা অর্জনে আরও বেশি বস্তুনিষ্ঠ এবং পাঠক ঘনিষ্ট সংবাদ প্রচার করা উচিত। সুপাঠ্য প্রতিবেদন পাঠককে আকৃষ্ট করবেই।’ আর এজন্য সঠিকভাবে সংবাদ সম্পাদনার প্রতি জোর দেবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘অনলাইন সংবাদ মাধ্যমের বড় চ্যালেঞ্জ সবার আগে দ্রুত পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেয়া। এজন্য সংবাদকর্মীদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’ রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান-প্রযুক্তি, আন্তর্জাতিকসহ ফিচারের মতো মানবিক সংবাদকে তিনি পাঠকের কাছে সুখপাঠ্য করে তুলতে চান। অনলাইন সাংবাদিকতাকে আরো বস্তুনিষ্ঠ এবং তথ্য সমৃদ্ধ করে তিনি বাংলামেইলকে আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

মাকসুদুল হায়দার জানান, সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত হওয়ার মনোবাসনা থেকেই গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই তিনি প্রতিদিনই নিজেকে আরও বেশি তথ্য সমৃদ্ধ রাখতে চেষ্টা করেন।

মাকসুদুল হায়দারের জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জে। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্পন্ন করেন। দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার।

১৯৮৮ সালে তার সাংবাদিকতায় হাতেখড়ি। ২৮ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালে। এসব গণমাধ্যমের উল্লেখযোগ্য হলো, দ্য বাংলাদেশ অবজারভার, আজকের কাগজ, বাংলাদেশ টুডে, দেশবাংলা, বাংলাভিশন, রেডিও টুডে, শীর্ষ নিউজসহ প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম। রিপোর্টিংয়ের পাশাপাশি সংবাদ সম্পাদনায়ও তিনি সিদ্ধহস্ত।

বাংলামেইলের নতুন নির্বাহী সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক মো. সাহাদাত উল্যা খান। তিনি নতুন নির্বাহী সম্পাদকদের দায়িত্বশীলতা, সুযোগ্য নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

উল্লেখ্য, মেইল মিডিয়া কর্তৃক প্রকাশিত বাংলামেইল২৪ডটকম আজিম গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয় কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে।

বাংলামেইল২৪ডটকম/ এজেড/ ইউএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.