বাইক চালিয়ে বিয়ের আসরে কনে
নয়াদিল্লি: ভারতের আহমেদাবাদে বাইক চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় আমেষা উপাধ্যায় (২৬) নামে এক কনেকে। কম্পিউটার সায়েন্সের শিক্ষক ২৬ বছরের আমেষা ছোটবেলা থেকেই বাইক চালাতে অভ্যস্ত। আমেষা জানান, ১৩ বছর বয়স থেকে বাইক চালান তিনি। তাদের একটি বাইকার গ্রুপও রয়েছে। তার সবচেয়ে ভালো লাগে বুলেট বাইক।
বাইক চালিয়ে বিয়ের আসরে যাওয়ার ইচ্ছার কথা নাকি আগে থেকেই বাবা-মাকে বলে রেখেছিলেন আমেষা। তবে মজার ব্যাপার হলো, আমেষার স্বামী লোকিক কিন্তু বাইক চালাতে জানেন না। আমেষা জানিয়েছেন, বিয়ের পর স্বামীকে নিয়ে বাইক চালাবেন তিনি। সূত্র: এবিপি