বাজারে আসছে ৮কে টিভি
বাজারে আসছে ৮কে টিভি
অনলাইন রিপোর্ট
৮কে টিভি বাজারে আনতে চলছে জাপানি ইলেক্ট্রনিক সংস্থা শার্প। আগামী অক্টোবরেই এই টিভি বাজারে চলে আসবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
অনেক সংস্থাই ইতিমধ্যে ‘সুপার হাই-ভিশন’ রেজোলিউশনের পরীক্ষামূলক মডেল বানালেও শার্পের তৈরি এই টেলিভিশনই বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম ৮কে টিভি হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৮কে ফরম্যাটে ১০৮০পি-র চেয়ে ১৬ গুণ বেশি পিক্সেলের ভিডিও দেখা যায়। ফলে দর্শক থ্রিডি কনটেন্ট দেখার অনুভূতি আরও বেশি করে পাবেন বলে জানিয়েছে বিবিসি। শার্পের তৈরি ৮৫ ইঞ্চির ওই টিভির দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ডলার। অন্যদিকে বাজারে ৮কে টিভির সাফল্য নিয়ে এখনই খুব একটা আশাবাদী হচ্ছেন না বিশেষজ্ঞরা।