বাণিজ্যমেলায় এইচআরসি প্রোডাক্টসের স্টল উদ্বোধন
গত শনিবার বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের স্টল উদ্বোধন করেন এইচআরসি শিল্প পরিবারের পরিচালক হামীম রাইস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ পরিচালক ফারজানা চৌধুরী, তার কন্যা রীম চৌধুরী এবং এইচআরসি প্রোডাক্টসের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী ও হেড অব অ্যাকাউন্টস আতাউর রহমান চৌধুরী _যাযাদিঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) চা উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে খ্যাত এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের স্টল উদ্বোধন করা হয়েছে। শনিবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ স্টলের উদ্বোধন করেন এইচআরসি গ্রুপের পরিচালক হামীম রাইস চৌধুরী। এ সময় কোম্পানির পরিচালক অন্যতম ফারজানা চৌধুরী, তার কন্যা রীম চৌধুরী এবং এইচআরসি প্রোডাক্টসের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী ও হেড অব অ্যাকাউন্টস আতাউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
পৌষের পড়ন্ত বিকালে এ উদ্বোধন অনুষ্ঠান শেষ হতে না হতেই নান্দনিক সাজে সজ্জিত এইচআরসির ১০৭ নাম্বার স্টলে ক্রেতাসাধারণের ভিড় জমে ওঠে। তারা অনেকটা পাল্লা দিয়ে এইচআরসির বিভিন্ন ব্র্যান্ডের চা ক্রয় করেন।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বলকারী এইচআরসি প্রোডাক্টস প্রতিবারের মতো এবারো দিয়েছে অভাবনীয় স্ক্র্যাচ কার্ড অফার। এইচআরসির স্টল থেকে মাত্র একশ টাকার পণ্য কিনলেই ক্রেতারা স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন মোবাইল ফোন, দেয়ালঘড়ি, টি-শার্ট, সিরামিক মগ, টেবিল স্পুন কিংবা সুগার স্পুন এবং ট্যাব।
মেলায় এইচআরসি প্রোডাক্টস লিমিটেডের হেড অব মার্কেটিং ইকবাল চৌধুরী বলেন, গুণগত মানের কারণে দিনদিন এইচআরসি পণ্যের চাহিদা বাড়ছে। বাণিজ্য মেলায় কোম্পানির পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। পণ্যের প্রসার এবং তা সরাসরি ভোক্তার কাছে পেঁৗছে দেয়াই হচ্ছে এর মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত চবি্বশ বছরে এইচআরসি বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম স্থানে উঠে এসেছে। ব্যবসায়ে বিভিন্ন ক্ষেত্রে এইচআরসির দৃপ্ত পদচারণা এবং সাফল্য সমীহ জাগিয়ে চলেছে দেশ ও বিদেশের সমগ্র অঙ্গনে। শিপিং জগতে ঊঠঊজএজঊঊঘ, ঈগঅ-ঈএগ, ঈঙঝঈঙ এবং ঐঅগইটজএ-ঝটউসহ আরো অনেক আন্তর্জাতিক শিপিং লাইসেন্সের প্রতিনিধিত্ব করছে এইচআরসি। চা উৎপাদন, বাজারজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে এইচআরসি আজ দেশে-বিদেশে সমধিক পরিচিত একটি নাম। এইচআরসির রয়েছে দুটি নিজস্ব চা বাগান। এইচআরসির মালিকানাধীন ক্লিভডন চা বাগান সর্বমোট ১৪ বছর ১নং বাগানের স্বীকৃতি লাভ করে। এইচআরসি এক দশক ধরে চা রপ্তানিতে শীর্ষস্থান অধিকার করে জাতীয় সম্মান অর্জন করেছে। দেশীয় বাজারেও এইচআরসির চা সমান জনপ্রিয়।
এইচআরসি লাইট বাল্বের গুণগতমান গ্রাহক হৃদয়ে স্থান করে নিয়েছে। ব্যাংকিং, ইন্সুরেন্স, হাউজিং ফাইন্যান্স, সিকিউরিটি, ট্রাভেল ট্রেড, ইনফরমেশন টেকনোলজি, স্টক ব্রোকিং এবং প্রকাশনা (দৈনিক যায়যায়দিন, নিউএজ ও সাপ্তাহিক প্রতিচিত্র) ক্ষেত্রে এইচআরসির সাফল্য সর্বজনবিদিত। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও অঙ্গীকার এইচআরসিকে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে চলেছে।সূত্র: যায় যায় দিন।