বাতিঘর নাট্যমেলা

বাতিঘর নাট্যমেলা

‘অশুভের বিনাশ ক্ষণে, এসো মিলি নট-নন্দনে’ স্লোগান সামনে রেখে নাট্যদল বাতিঘর আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী এক নাট্যমেলার। দলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা আয়োজিত এ নাট্যমেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চার দিনব্যাপী এ নাট্যমেলায় বিভিন্ন নাট্যদলের আলোচিত ও জনপ্রিয় সাতটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যমেলায় যে সাতটি নাটক মঞ্চায়িত হবে সেগুলো হলো— নাগরিক নাট্যসম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’, বাতিঘরের ‘ঊর্ণাজাল’, বটতলার ‘খনা’, আরণ্যকের ‘এবং বিদ্যাসাগর’, আগন্তুকের ‘অন্ধকারে মিথেন’, প্রাচ্যনাটের ‘এ ম্যান ফর অল সিজনস’, প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’। প্রতিটি নাটকই সন্ধ্যা ৭টায় এবং জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে। পাশাপাশি প্রতিদিন একাডেমি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ব্যান্ডদল সর্বনাম, জলের গান ও মেঘদল সংগীত পরিবেশন করবে। এছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে তরুণ নাট্যকর্মীদের সম্মাননায় ‘কমাশ্রী পদক’ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.