বাবার আদেশে কাজী নজরুল ইসলামকে স্মরণ করলেন সালমান খান
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিদায় বেলায় বলিউড সুপারস্টার সালমান খান চমক জাগানিয়া অনেক কথা বলেছেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ তুলে ধরেন সালমান। তিনি বলেন, ‘আমি যখন আমার বাবাকে বলি যে ঢাকা যাচ্ছি। তখন তিনি আমাকে আদেশ দেন যে একজনের নাম বলতে। আমার বাবা বলেন, আমি যেন কাজী নজরুল ইসলামের নাম অবশ্যই উঁচ্চারণ করি এই মঞ্চে দাঁড়িয়ে। আমার বাবা কাজী নজরুল ইসলামের অনেক বড় ভক্ত। তাই তার কড়া আদেশ ছিল আমি যেন তার কথা বলি। আমি সেটাই করেছি।’