বামন হবেন শাহরুখ!
লিউড সুপার স্টার শাহরুখ খান বিভিন্ন সময়েই ব্যতিক্রমী চরিত্র নিয়ে পর্দায় হাজির হয়েছেন। কখনও তাকে দেখা গেছে চতুর ডন হিসেবে, কখনও ধূর্ত গ্যাংস্টার, কখনও আবার দেখা গেছে কোনও তারকার অন্ধ ভক্ত কিংবা রোমন্টিক হিরো হিসেবে।
রই ধারবাহিকতায় নির্মাতা আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে আরও একটি ব্যতিক্রমী চরিত্রে হাজির হচ্ছেন বলিউড বাদশাহ। এবার একজন বামনের চরিত্রে দেখা যাবে শক্তিমান এ অভিনেতাকে।
কোনও গুঞ্জন নয়। নির্মাতার কাছ থেকে আনুষ্ঠানিকভাবেই এর ঘোষণা এসেছে। খবরটি নিশ্চিত করে আনন্দ রায় পিটিআইকে বলেন, ‘শুনে মনে হতে পারে এটি কেবল এক বামনের গল্প। কিন্তু এটি আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটি দীর্ঘ একটি ছবি। একইসঙ্গে বিনোদনমূলক ও চমকপ্রদ প্রেমের গল্প।’
ছবিতে রোমান্স আর গান থাকছে সেটাও নিশ্চিত। কারণ নির্মাতা আনন্দ মনে করেন শাহরুখের ছবিতে রোমান্স আর গান না রাখাটা ‘বোকামি’।
ছবিটিতে শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন তা নিশ্চিত না করা হলেও কঙ্গনাকেই সম্ভাব্য শিল্পী বলে মনে করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া