বিএনপির ‘শান্তিপূর্ণ’ আন্দোলন ও কিছু কথা
ডয়চে ভেলে ৷
দলের সর্বোচ্চ নেতা কারাগারে, অথচ নেতাকর্মীরা অনশন, শান্তিপূর্ণ সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছেন৷ কেন জানি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে বেমানান৷ সে যা-ই হোক, সেজন্য বিএনপি’র ধন্যবাদ প্রাপ্য৷
নির্বাচনের বছর৷ আমরা অতীতে দেখেছি, এ সময়ে অনেক হিসেব-নিকেশ পাল্টে যায়৷ ক্ষমতাসীন দলের ‘ক্ষমতা’ কমে যেতে দেখেছি৷ বিরোধী দলকে আরো সরব হতে দেখেছি৷ রাজপথে উত্তাপ দেখেছি৷ ‘অশান্তিপূর্ণ’ আন্দোলন দেখেছি৷
কিন্তু ২০১৮ যেন অন্য কিছু দেখাচ্ছে৷ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া৷ তিনি কারাগারে যাবার আগে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে গেছেন৷ তারাও শান্তিপূর্ণ সমাবেশ আর অনশন করেই প্রতিবাদ করে যাচ্ছেন৷ সাদা চোখে দেখলে বিষয়টি ইতিবাচক৷ মানুষ সহিংসতা দেখতে চায় না৷ এমন রাজনৈতিক সংস্কৃতিই দেখতে চায়৷
কিন্তু এই বিএনপিকেই আমরা রাজপথে সহিংসতা সৃষ্টি করতে দেখেছি৷ বিএনপি আমলে নাসিম, মতিয়া চৌধুরীদের রাস্তায় পড়ে পুলিশের মার খেতে দেখেছি৷ শুধু বিএনপিই নয়, আওয়ামী লীগেরও লগি বৈঠার আন্দোলনের কথা কেউ ভোলেনি৷