বিক্রি বেড়েছে শারাপোভার সেই নিষিদ্ধ ড্রাগের
যে নিষিদ্ধ মেলডোনিয়াম ড্রাগ নেওয়ার জন্য নির্বাসিত হয়েছেন মারিয়া শারাপোভা, বিক্রি বেড়েছেসেই নিষিদ্ধ ড্রাগের।সেই ড্রাগের চাহিদা এখন তুঙ্গে। ড্রাগে আসক্তরা শারাপোভার ডোপিংয়ের কথা স্বীকার করার পর মিডিয়ার কল্যাণে নিষিদ্ধ মেলডোনিয়ামের খবর জেনে যায়।আর তারপরই যেন হু হু করে বিক্রি বেড়ে যায় ড্রাগটির। জানা যায়, গত সপ্তাহে মেলডোনিয়ামের বিক্রি বেড়ে গেছে কয়েক গুণ । ৭ থেকে ১৩ মার্চ এই এক সপ্তাহেই ৭৮,৩০০ বাক্স মেলডোনিয়াম বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহের থেকে সংখ্যাটা ২২০ শতাংশ বেশি। মেলডোনিয়াম যারা তৈরি করে, সেই ডি এস এম গ্রুপের চিফ এক্সিকিউটিভ সের্গেই সুলিয়াক বলেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা তারকার ডোপ পরীক্ষায় ধরা পড়াটা এই ওষুধের দুর্দান্ত বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে।’ এদিকে কিছুটা হলেও আবার হাসি ফিরবে মারিয়া শারাপোভার মুখে। তার স্পনসর নাইকে সম্ভবত আবার ফিরে আসছে। শারাপোভা ডোপিংয়ের কথা স্বীকার করার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল নাইকে। কিন্তু সংস্থার গ্লোবাল ব্রান্ডের প্রধান ট্রেভর এডওয়ার্ডস ইঙ্গিত দিয়েছেন, শারাপোভার সঙ্গে নতুন করে চুক্তি করা হতে পারে। এডওয়ার্ডস বলেন, ‘অ্যাথলিটরাও আমাদের মতো রক্ত–মাংসের মানুষ। আমাদের মতো তাদেরও ভুল হতে পারে। আর সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। তাছাড়া বহু খেলোয়াড় আছে, যারা আমাদের নানাভাবে উদ্বুদ্ধ করে।’