বিজয়ের গান
রহীম শাহ
আকাশটা নীল তারা ঝিলমিল
নীল জোনাকির যেনবা মিছিল
এক ফালি চাঁদ নৌকার মতো
মেঘের সাগরে ভাসে অবিরত
তারা ও ফুলের হয় যত কথা
এলো বলে আজ প্রিয় স্বাধীনতা।
এসেছে সকাল রোদ্দুর মেখে
সবুজের দেশে ফুল এঁকে এঁকে
শিশিরের ফোঁটা ঘাসে ঘাসে খেলে
নদী ছোটে যেন দুরন্ত রেলে।
যেন পৃথিবীর হাসি অমলিন
পেয়ে কাক্সিক্ষত মুক্তির দিন।
আজ সারাদিন সকলে স্বাধীন
ঘুড়িদের রঙে আকাশ রঙিন
ভেসে আসে আজ বকুলের ঘ্রাণ
যেন প্রজাপতি ফিরে পেল প্রাণ
বিজয়ের গান দোয়েলের ঠোঁটে
শোনা যায় আর ভয় নেই মোটে।