‘বিটলস’ নিয়ে সিনেমা বানাচ্ছেন পিটার জ্যাকসন

এটা হয়তো অনেকেরই জানা যে, ষাটের দশকে ‘লর্ড অফ দ্যা রিং’ সিনেমার সত্ত্ব কিনে নিতে চেয়েছিলো জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ডদল ‘দ্য বিটলস’। জন লেনন গোলম এবং পল ম্যাকার্টনী অভিনয় করতে চেয়েছিলেন ফ্রডোর চরিত্রে। আর ছবিটি পরিচালনা করার জন্য প্রস্তাব পেয়েছিলেন স্ট্যানলি কুব্রিক। কিন্তু বিটলসদের সেসময় ফিরিয়ে দেন বইটির লেখক জে আর আর টোলকিন।

২০০১ সালে ‘লর্ড অফ দ্যা রিংস’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করেন পিটার জ্যাকসন। ছবিটির জন্য তিনটি অস্কার পুরস্কারও জেতেন তিনি। সেই সঙ্গে সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে তার নাম। নিয়তির দারুণ চক্রে এখন বিটলসদের নিয়ে সিনেমা বানাচ্ছেন সেই পিটার জ্যাকসনই।

বিটলসদের শেষ অ্যালবামের নাম ‘লেট ইট বি’। এই অ্যালবামটির রেকর্ডিংয়ের সময়ের গল্প নিয়েই ছবিটি নির্মাণ করবেন পিটার। এজন্য ১৯৬৯ সালে ধারণ করা ৫৫ ঘন্টার ফুটেজও সংগ্রহ করেছেন ‘হবিট’ নির্মাতা। এক বিবৃতিতে পিটার বলেছেন, ‘এটা সীমানা ছাড়িয়ে ওড়ার মতো অভিজ্ঞতা হবে যার জন্য বিটলসের ভক্তরা দীর্ঘসময় ধরে স্বপ্ন দেখেছেন।’

পিটার বলেন, ‘মনে হচ্ছে সময় ভ্রমণের গাড়িতে করে ১৯৬৯ সালে ফিরে যাচ্ছি আর চুপচাপ বসে বসে দেখছি যে তারা চার বন্ধু মিলে তৈরি করছে অসাধারণ সব গান।’

বিবিসি জানাচ্ছে, পিটার যে ফুটেজ সংগ্রহ করেছেন সেগুলো একটি টেলিভিশন ডকুমেন্টারির জন্য ধারণ করা হয়েছিল। অনেকটা কাহিনীচিত্রের মতো করে ধারণ করা সেই তথ্যচিত্রটিরও নাম রাখা হয়েছিল ‘লেট ইট বি’। পিটারের মতে, ‘রেকর্ডিং স্টুডিওতে চাপা উত্তেজনা থাকে বলে যে ধারণাটি প্রচলিত আছে এই তথ্যচিত্র সেটি ভেঙ্গেছিল। সেইসঙ্গে সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে অস্কারও জিতেছিল। তবে অনেক আগে থেকেই ছবিটির কোন প্রিন্ট বাজারে পাওয়া যায় না।’

প্রসঙ্গত, ‘লেট ইট বি’ অ্যালবামের পরই ১৯৭০ সালে ভেঙ্গে যায় ব্যান্ডদল ‘বিটলস’।

সূত্র: সারাবাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.