বিটিভিতে ‘এইসব দিনরাত্রি’
বিটিভিতে আবারো প্রচার শুরু হচ্ছে নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। ৩৫ বছর পর অর্থাৎ প্রায় তিন যুগ পর ধারাবাহিকটি ফিরছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়। চলমান করোনার ছুটিতে দর্শকদের জন্য এটি প্রচারের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি।
আগামীকাল (৪ঠা মে) রাত থেকে ‘এইসব দিনরাত্রি’ পুনঃপ্রচার শুরু হবে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বিটিভি কর্তৃপক্ষ। হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিনরাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এতে শফিক চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ। এছাড়া আরো আছেন খালেদ খান, নায়ার সুলতানা লোপা, কাজী মেহফুজুল হক, আবুল খায়ের, শিল্পী সরকার অপু, ইনামুল হক, ডলি জহুর, আসাদুজ্জামান নূর এবং দিলারা জামানসহ অনেকে। এটাই প্রথম নয়, এর আগে করোনার ছুটিতে ৬ই এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটক পুনঃপ্রচার শুরু করছে বাংলাদেশ টেলিভিশন।
পুরনো ধারাবাহিক দু’টি দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে সোনালি সেই দিনগুলোতে। দৈনিক মানবজমিন।