বিদায় বইমেলা: রেকর্ড ৪২ কোটি টাকার বিক্রি
শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার মাসব্যাপী আয়োজন। সেই সাথে শেষ হলো লেখক, পাঠক আর প্রকাশকদের মিলন মেলা, আবার অপেক্ষা করতে হবে এক বছর। তবে এবার বই বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬। অতীতের সব রেকর্ড ভেঙে এবার বইমেলায় সব স্টল মিলিয়ে প্রায় ৪২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এবারের বইমেলার প্রতিবেদনে জানান, মেলায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকার বই। একাডেমির কাছে দেয়া প্রকাশকদের হিসেব মতে, প্রকাশনা সংস্থা বিক্রি করেছে ৪০ কোটি ৫০ লাখ টাকার বই। সেই হিসেবে এবার সর্বমোট বইয়ের বিক্রি দাঁড়ায় প্রায় ৪২ কোটি টাকা।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানায়, ২০১৫ সালে গ্রন্থমেলায় বই বিক্রির পরিমাণ ছিল ২১ কোটি ৯৫ লাখ টাকা। আর এর আগের বছর ২০১৪ সালে তা ছিল সাড়ে ১৬ কোটি টাকা।